Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

১৯৭৪ সাল থেকে জেলার সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে কাজ করে আসছে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া। এখানে কণ্ঠসঙ্গীত, নৃত্যকলা, তালযন্ত্র, নাট্যকলা ও চারুকলা মোট ৫টি বিষয়ে ৪ বছর মেয়াদী কোর্সে প্রশিক্ষণ প্রদানের জন্য মোট ১০ (দশ) জন প্রশিক্ষক আছেন। ১.০১৪০৬ একর জমির উপর অবস্থিত শিল্পকলায় উন্নত সাউন্ড ও আলোক সুবিধা সম্বলিত অত্যাধুনিক মিলনায়তন,  উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র, অফিস ভবন এবং উন্মুক্ত মঞ্চ রয়েছে। শিল্পকলায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ উদযাপন করা হয়। এছাড়াও কেন্দ্রীয় নির্দেশনা এবং জেলা প্রশাসনের নির্দেশনায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। যাত্রা, নাট্য ও লোক সাংষ্কৃতিক উৎসব, অ্যাক্রোবেটিক ও চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরীতে ৫ জনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে শিল্পকলা একাডেমির কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।