বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া কর্তৃক পরিবেশ থিয়েটার রক্ত নদী গড়াই নাটক কুষ্টিয়ার রেনউইক বাঁধ চত্ত্বরে পরিবেশিত হয়। মুক্তিযুদ্ধের সময়ে কুষ্টিয়া জেলায় ঘটে যাওয়া প্রকৃত ঘটনা নিয়ে জেলার কৃতি সন্তান শামীম সাগরের রচনা ও নির্দেশনায় রক্ত নদী গড়াই কুষ্টিয়াবাসীর কাছে এক নতুন অভিজ্ঞতা। পরিবেশ থিয়েটার রক্ত নদী গড়াই দেখার পর সম্মানিত অতিথিবৃন্দ সকলের উদ্দেশ্যে ভালো লাগার অনুভূতিগুলো ব্যক্ত করেন। ছবিতে বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার জনাব সুজন রহমান, যুগ্ম সম্পাদক জনাব শহিদুর রহমান রবি ও জনাব রফিকুল ইসলাম শাহীন, নাট্যকার জনাব শামীম সাগর, নাটকের সহকারী পরিচালক জনাব আশরাফুননাহার দিনু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস